মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের পাশের হার ৮১.২৪%, জিপিএ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিগত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বরাবরের মতো এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অলীউল আলম আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৭৪১টি কলেজের ১ লাখ ৩৭ হাজার ১৮৪ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৪৪৮ শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। গতবার পাসের হার ছিলো ৭৮ দশমিক ৪৬। ২০২২ সালে ছিল ৮১ দশমিক ৬০। ২০২১ সালে সেটি ৯৭ দশমিক ২৯ শতাংশ ছিলো।

এবার জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর আগের বছর ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছেন। মেয়েদের পাসের হার ৮৭ আর ছেলেদের ৭৬। মোট ১৪ হাজার ৫৯৭ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন। ছেলেরা পেয়েছেন ১০ হাজার ৩০৫ জন। প্রকাশিত ফলাফল শিটে দেখা গেছে, শিক্ষা বোর্ডের ১২টি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেননি। শতভাগ পাস করেছে ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে। এবার এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৩৩১ । পরীক্ষার হল থেকে বহিষ্কৃত হয়েছেন ২৪ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলা আছে। এসব জেলার মধ্যে ফলাফলে এগিয়ে আছে রাজশাহী। রাজশাহীতে পাসের হার ৮৯ দশমিক ১২ । এরপর বগুড়ায় ৮৪ দশমিক ৪১ , নাটোরে ৭৮ দশমিক ৪২, নওগাঁয় ৭৪ দশমিক ৭১, পাবনায় ৮১ দশমিক ৪৭, সিরাজগঞ্জে ৭৫ দশমিক ৯১, জয়পুরহাটে ৭৬ দশমিক ৭৮ এবং চাঁপাইনবাবগঞ্জে ৭৭ দশমিক ৩১শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এদিকে ফলাফল পাওয়ার পর আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। রাজশাহী মহিলা কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা ফলাফল নিতে কলেজ প্রাঙ্গণে জড়ো হন। ফলাফল ঘোষণার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন। একে অপরকে মিষ্টিমুখ করায় তারা। শিক্ষার্থীদের অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ মিষ্টি মুখ করান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin