মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন আটক, গ্রেফতার: ১

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড় হতে দিবাগত রাত ১২.২০ টায় একজন মাদককারবারিকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম সিরাজুল ইসলাম অরফে আনন্দ (৩২)। তিনি রাজশাহী মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়ার সানোয়ার হোসেনের ছেলে ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে এই তথ্য দেন। তিনি উল্লেখ করেন জেলা ডিবি’র এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম ও ফোর্স-সহ মঙ্গলবার রাত ১২.০৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী বাজার ও তার নিকস্থ এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড়ে পূর্বপার্শ্বের রিমনের হার্ডওয়ারের দোকানের সামনে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের উত্তর পার্শ্বেও ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম ও ফোর্স-সহ অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সিরাজুল ইসলাম অরফে আনন্দ-এর ডান হাতে থাকা একটি খয়েরি রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় পাঁচটি প্যাকেটে বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদক ব্যবসায়ী ওমর ফারুক (৩৮), পিতা-নজরুল ইসলাম, সাং-নওহাটা হলমোড়, থানা-পবা, রাজশাহী মহানগর ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায় বলে জানান তিনি। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin