নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টা থেকে রাজশাহীর মতিহারের মির্জাপুর বউবাজার এলাকার রাজশাহী মাইলস্টোন স্কুলে এই মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন। ২০২৪ সালের সমিতির তালিকাভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কেজি শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এই মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এরপরে সভায় উপস্থিত সভার সম্মতিক্রমে অত্র এসোসিয়েশনের রাজশাহী মহানগরের পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে তিন বছরের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এবারও রাজশাহী মহানগরের সভাপতির দায়িত্ব দেয়া হয় গোলাম সারওয়ার স্বপনকে। তিনি দীর্ঘ দিন থেকে সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে এসোসসিয়েশনভূক্ত কিন্ডারগার্টেন সমুহের সেবা করে যাচ্ছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হলেন, গোলাম কিবরিয়া, সহ-সভাপতি পর্যায়ক্রমে শেখ সাদী মোহাম্মদ আলী, খলিলুর রহমান ও ওমর শরীফ এবং সাধারণ সম্পাদক হলেন ফারুক হোসেন ও অর্থ সম্পাদক আলমগীর হোসেন। সেইসাথে অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালকগণ এই কমিটির অন্যান্য পদে রয়েছেন বলে জানা গেছে।
এসময়ে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক আরিফুল ইসলাম, ইয়াসমিন আরা, সাইদুর রহমান ও আরিফ হোসেনসহ অন্যান্য পরিচালকগণ।
নয়া সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, তিনি দীর্ঘদিন থেকে রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের হয়ে কিন্ডার গার্টেন সমুহের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। করোনা কালীন সময়েও তিনি সকলকে সাথে নিয়ে চলেছেন। দেশ যখন স্থবীর হয়ে পড়েছিলো তখনো তিনি হাল ছাড়েন নি। যতক্ষণ তিনি বেঁচে থাকবেন পদে না থাকলেও তিনি কিন্ডার গার্টেন সমুহের উন্নয়নের এবং স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন বলে উল্লেখ করেন। সেইসাথে সবাইকে অত্র এসোসিয়েশনের সকল নিয়ম কানুন মেনে চলে সহযোগিতা করার আহ্বান জানান স্বপন।