নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সড়ক পরিবহন গ্রুপের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রসাশক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ালে দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন নেতা রাকেশ গ্রুপের সদস্যরা সড়ক পরিবহনের বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও মানববন্ধনের আয়োজন করে। এর কিছুক্ষণ পরেই বর্তমান কমিটি অর্থাৎ হেলাল গ্রুপের নেতারা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে হেলাল গ্রুফের লোকজন ব্যানার ছিলে ফেলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান গনমাধ্যমে কর্মীদের বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচির উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে দাঁড়ালে তারা তাদের উপরে হামলা চালায়। তাঁরা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখলে নিয়েছে। তিনি আরো বলেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হক। এই নির্বাচনে যারা জয়লাভ করবেন তারাই সড়ক পরিবহণের দায়িত্ব নেবেন। কোনো অবৈধ প্রতিনিধি তারা মানবেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে বর্তমান কমিটিকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করেন তিনি সহ অন্যান্য সদস্যরা।