নিজস্ব প্রতিবেদক: ইন্টার্ন ভাতা চালুসহ ৪ দফা দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংক নার্সিং কলেজ রাজশাহীর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর আমচত্বরে কলেজ চত্বরে এ দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচীতে তারা, নার্সিং শিক্ষার্থীদের ভাতা বৈষম্যের অবসান ঘটিয়ে রাজশাহীতে ইন্টার্ন ভাতা চালু করা, চাকরীর সার্কুলারে গ্র্যাজুয়েট নার্সদের আবেদনের সুযোগ ও নিয়োগ প্রদান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতপূর্বক হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের দালাল শহিদুল হোসাইন ও মিথ্যার ভান্ডার মিজানুর রহমান মিলনকে চাকরী থেকে অপসারণ/বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
শিক্ষার্থীরা বলেন, ভাতা চালুর দাবি না মেনে শহিদুল ও মিজান হুমকি দিচ্ছে। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এস আলমের পক্ষে অবস্থান নিয়েছে। শিক্ষার্থী তার পদত্যাগ দাবী করে বলেন তারা হোস্টেলের টাকা আত্মসাৎ করেছে। ট্যুরের টাকা মেরেছে বল জানান শিক্ষার্থীরা।