নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের “সদস্য সংগ্রহ এবং রাজশাহী জোনাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে রাজশাহীর অলোকার মোড়ে একটি রেস্তোরায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলা। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি টি মাশফু ববি, যুগ্ম অর্থ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া, রাজশাহী জোনাল কমিটির সভাপতি দেওয়ান যোবায়ের আহমেদ, সহ-সভাপতি মিসরাত নাঈম সোহান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও অর্থ সম্পাদক মাঈনুল ইসলাম।
সভায় স্টেশন মালিকগণ এলপিজি অটোগ্যাস শিল্পের বিকাশ এবং স্টেশন পরিচালনার ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা কিভাবে দূর করা যায় সে বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করা হয়। এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলা সব কিছু শোনেন এবং সে অনুযায়ী এসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। সেইসথে এলপিজি অটোগ্যাস শিল্পের বিকাশে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শেষে উপস্থিত স্টেশন মালিকদের নিয়ে রাজশাহী জোনাল কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে পুণঃ নির্বাচিত হন দেওয়ান এলপিজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী দেওয়ান যোবায়ের আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে পুণঃ নির্বাচিত হন অনিকা এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকার আব্দুল জলিল।