মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের দ্বিতীয় মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রদিবেদক: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের দ্বিতীয় মাসিক সভা শনিবার সকাল ১১ঘটিকায় সিলেটে বি.সি.ডি.এস এর নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নতুন ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ- সভাপতি আবদুল কাদের, ইকবাল লস্কর, তোফাজ্জল হোসেন ও সহ-সভাপতি শেখ আনসারুল হক ও সচিব আবু হেনা মোস্তফা কামালসহ ৩০জন পরিচালক এবং ভার্চুয়ালে ১জন সহ-সভাপতি ও ৩জন পরিচালক যুক্ত হয়ে উপস্থিত নেতৃবৃন্দের সকল সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন।

সভায় কেমিস্টদের স্বার্থরক্ষায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় এরমধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিলো-সিগ্রেট ফার্মাসিস্ট ট্রেনিং আরম্ভ করতে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে বিসিডিএস নেতৃবৃন্দের যৌথ সভা করার প্রক্রিয়া, নতুন ড্রাগ লাইসেন্স অনুমোদন এবং ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩ সংশোধনী নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাথে বিসিডিএস নেতৃবৃন্দের যৌথ সভা করার প্রক্রিয়া, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রিপ্লেস ও ১৯% কার্যকর করতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাথে বিসিডিএস নেতৃবৃন্দের যৌথ সভা করার প্রক্রিয়া।

আরো সিদ্ধান্ত হয় যেসকল জেলা শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোকে ৬মাসের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত এবং যেসকল জেলা শাখায় মতবিরোধ তৈরী হয়েছে সেগুলো সমাধানের লক্ষ্যে কেন্দ্র থেকে সাব-কমিটি গঠন করা, মে-জুন ও জুলাই মাসের আয়-ব্যয় অনুমোদন দেয়া, নতুন ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব নেওয়ায় ব্যাংক একাউন্টে স্বাক্ষর পরিবর্তন করা, ঢাকা জেলা শাখা অফিসসহ কয়েকটি জেলা শাখা অফিস ভাংচুর ও লুটপাট হওয়ায় এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক নুরুল ইসলাম মজুমদার সবুজের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সকলেই নিন্দা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin