নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কথিত উন্নয়নের নামে নিধন করা হচ্ছে বৃক্ষ। ফ্লাইওভার, রাস্তা ও অপরিকল্পিতভাবে আবাসন প্রকল্প বাস্তবায়নের ফলে অকাতরে কাটা হচ্ছে। এতে করে রাজশাহী মরুভূমিতে পরিণত হওয়ার আসংকা দেখা দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে শুক্রবার বিকেলে রাজশাহী হেতম খা করব স্থান ও কদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে বৃক্ষরোপন করা হয়।
এসময়ে রবি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে নগরীর পরিবেশ অন্য করম হতে চলেছে। এ অবস্থা থেকে নগরীকে বাঁচাতে এবং ক্লিন সিটি, গ্রীন সিটি, এডুকেশন সিটি ও হেলদি সিটির সুনাম রক্ষা করতে তারা এই কর্মসূচী করছেন। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করবেন বলে উল্লেখ করেন তিনি।