নিজস্ব প্রতিবেদক: একটি দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে ২৫শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এর অর্ধেকেরও কম। এজন্য বাংলাদেশে বার বার পরিবেশ বিপর্যয় ঘটছে। এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তা, বিভিন্ন অবকাঠামো ও প্রতিষ্ঠান করার জন্য ভূমি অধিগ্রহনের নামে অনেক বনভূমি অধিগ্রহন করা হয়েছে। এরফলে বহু বনভূমি উজার হয়ে গেছে। দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীতেও একইভাবে বন উজার করা হয়েছে। গাছ কেটে ফাঁকা করা হয়েছে অনেক স্থান।
এছাড়াও রাজশাহীকে নো-সোয়েলের নামে রাস্তার দুইধারে রাখা হয়নি কোন মাটি। অথচ পূর্বের সকল রাস্তার পার্শে থাকতো মাটি। সেখানে রোপন করা হতো বিভিন্ন ধরনের গাছ। কথাগুলো বলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম। তিনি গতকাল রাজশাহী মহানগরীর ৩০নং ওয়ার্ডে যুবদলের অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে বৃক্ষরোপন করেন।
দেশের বনভূমির ন্যায় রাজশাহী মহানগরীকে সবুজের শহর হিসেবে গড়ে তুলতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন বলে উল্লেখ করেন তিনি। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করবেন বলে রবি।