নিজস্ব প্রতিবেদক: নিহত সিরাজুল সরকার (৫০) পেশায় একজন রিক্সাচালক । তিনি ২০ সেপ্টেম্বর২০২৪ ইং তারিখ রোববার বিকেল অনুমান ৫টার সময় বোয়ালিয়া থানাধীন দরগাপাড়ার রুনুর গ্যারেজ থেকে ব্যাটারীচালিত রিক্সা নিয়ে ভাড়া মারার জন্য বাহির হন। রোববার রাত অনুমানিক ১০টার সময় রাজশাহী রেলওয়ে স্টেশন হতে আসামী ফিরোজ ও শুভ ব্যাটারী চালিত রিক্সা ছিনতাই করার লক্ষে সিরাজুল সরকারের সাথে ১৫০ টাকায় ভাড়া মিটিয়ে রাত অনুমান পৌনে ১১টার সময় এয়ারপোর্ট থানাধীন ভোলাবাড়ী গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে বাঁশঝাড়ের নিকট নিয়ে আসেন। ঐখানে আসামী ফিরোজ রিক্সাচালক সিরাজুল সরকার এর গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে।
ভিকটিম সিরাজুল সরকার চিৎকার করলে আসামী ফিরোজ, শুভ ও রাতুলগণ তাকে ধরে টেনে হিচড়ে বাঁশঝাড়ের ভিতরে নিয়ে উপর্যুপরি চাকু দিয়ে তার বুকে, পিঠে, মাথায় ও পেটে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর তারা মৃতদেহকে বাঁশঝাড়ের ভিতর দিয়ে প্রায় ২৫০-৩০০ গজ দূরে অন্য জমিতে হাটু পানি ও ধান ক্ষেতের মধ্যে দিয়ে টানতে টানতে ভোলাবাড়ী গ্রামের মিজানের নির্মানাধীন বিল্ডিং এর পূর্ব পার্শ্বে এনে মোফাশ্বর এর কালাই ক্ষেতে মাটিতে পুতে রাখে । পরে রিক্সাটি আসামীগণ ঘটনাস্থল থেকে নিয়ে চলে যায়।
সোমবার ভোর অনুমান সাড়ে ৫ টার সময় আসামীগণ অটোরিক্সা নিয়ে আসামী ফিরোজ এর ভগ্নিপতির বাড়ি চক ভাগাইল বিক্রি করার জন্য নিয়ে গেলে স্থানীয় জনগণ তাদের আচার আচারণ সন্দেহ হওয়ায় ও অটোরিক্সাতে সামান্য রক্তমাখা দেখতে পেয়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে পুলিশকে সংবাদ দেন। পুলিশ সেখানে গিয়ে এয়ারপোর্ট থানার বিরন্তইল ডালাপুকুর এলাকার সেলিম ইসলাম অরফে শহিদুল ইসলাম এর ছেলে আসামী ফিরোজ আলী ( ১৯ ) ২। ভুগরোইল খুবিরের মোড় এলাকার আকমল হোসেনের ছেলে রাতুল হাসান (১৯ ) ও রানীবাজার অলকার মোড় এলাকার নূর ইসলাম মিলনের ছেলে শুভ (১৯) আটক করে থানায় নিয়ে আসেন। সেইসাথে অটোরিক্সাটি জব্দ করেন পুলিশ ।
পুলিশ আসামীগণকে জিজ্ঞাসাবাদ করলে অটোরিক্সা চালক সিরাজুল সরকারকে হত্যা করে মাটিতে পুতে রেখে রিক্সাটি নিয়ে এসেছে বলে জানায় আসামীগণ। জিজ্ঞাসাবাদ করে আসামীদের তথ্য উপরোক্ত স্থান হতে সিরাজুল সরকার এর লাশ উদ্ধার করেন পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া মর্গে প্রেরণ করা হইয়াছে। ভিকটিমকে মাটিতে পুতে রাখার কাজে ব্যবহৃত কোদাল ও ভিকটিমের রিক্সাটি উদ্ধার করা হইয়াছে । আসামী ৩ জন গ্রেফতার আছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানান এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ শাহীন আকতার ।