নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ এস.এম ইমদাদুল হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছেন অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষৃার্থীবৃন্দ। সোমবার দুপুর ১২টার সময় টিটিসির (কোইকা ভবন) সামনে তাঁরা এই প্রতিবাদ সমাবেশ করেন। উপস্থিত সকলেই অধ্যক্ষের পক্ষে নানা ধরনের স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তারা।
বিক্ষোভ মিছিলে স্লোগানে তারা বলেন, নিজের দোষ ঢাকতে অধ্যক্ষ এর নামে মিথ্যা অপবাদ মানিনা মানবোনা। কোরিয়ান ভাষা প্রশিক্ষক নুরুন্নাহার বলেন, তাঁরা দীর্ঘদিন যাবত এখানে চাকরী করছেন। তিনি আসার পরে রাজশাহী টিটিসির উন্নয়ন প্রশংসনীয়। সারা বাংলাদেশে রাজশাহী টিটিসি মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। একজন শিক্ষকের কারণে স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম আজকে দুর্নামে পরিণত হতে যাচ্ছে। মিতার নিজের দোষ ঢাকতে নিজের অনিয়ম থাকতে প্রিন্সিপাল এর নামে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে বেড়াচ্ছে।
তাঁরা ঐ শিক্ষককে সকল প্রকার প্রকান্ডা থেকে বিরত থাকার আহ্বান জানান। সেইসাথে মিথ্যা প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইনস্ট্রাক্টর (গার্মেন্টস ট্রেড) শাহনাজ পারভিন লিপি, ফুড বেভারেজ ট্রেড এর ইনচার্জ সাবিহা সুলতানা, ইলেকট্রিক্যাল ট্রেড বিভাগের ইনচার্জ দেওয়ান মোহাম্মদ আতিক, ইন্সট্রাক্টর মোসলেম উদ্দিন, গ্রাফিক ডিজাইন বিভাগের ইনস্ট্রাকটর রেজাউল করিম, হিসাবরক্ষক এটিএম ফরহাদ হোসেন, প্রধান সহকারী মোহাম্মদ আবুল কালাম আজাদ, নিরাপত্তা প্রহরী আব্দুল জলিল, আর এ সি এর প্রশিক্ষক জিএম সারোয়ার হোসেন। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।