নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা সোমবার রাজশাহী মহানগরীর রানীবাজারস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস ও হেক্স এর সহযোগিতায় এবং রাজশাহী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার।
উপস্থিত থেকে মতামত ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজশাহী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্য আশরাফুল হক তোতা, আলমগীর কবীর তোতা, গোলাপী সরেন, সেলিম জাহাঙ্গীর, ফজলুল করিম বাবলু ও ছোটন সরদারসহ অন্যান্য সদস্যগণ। এছাড়াও সভায় বিভিন্ন দাতা সংস্থা ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অত্র প্লাট ফরর্মের কার্যক্রম তুলে ধরেন সদস্য আশরাফুল হক তোতা। এরপর উপস্থিত সদস্যরা বলেন, এই প্লাটফরম এখন নিজ গতিতে চলছে। সকল সদস্য স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। এর ফলে আদিবাসী ও দলিত সম্প্রদায়গণ নানা ধরনের সরকারী সুযোগ সুবিধা পাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে এই প্লাটফরম আগামীতেও কার্যক্রম পরিচালনা করে যাবে বলে উল্লেখ করেন তারা।