নিজস্ব প্রতিবেদক: নানা দাবীতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যুবলীগের হামলা ও ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার বিচারের দাবিতে এই কর্মসূচী পালন করেন তারা। নেতৃবৃন্দ সাহেববাজার জিরো পয়েন্ট জলিল বিশ্বাস মার্কেটের নিচে থেকে বিক্ষোভ মিছিল বের মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় একই স্থানে এসে সমাবেশ করেন।
সমাবেশে রবি বলেন, খুনি হাসিনার শাসনামলে গত ১৭ বছরের হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন-জখম, লগি-বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাবিক কায়দায় হত্যা করেছে। শুধু তাইনয় এই খুনি হাসিনা বিডিআর বিদ্রোহ এর নামে অর্ধশতাধিক আর্মি অফিসারসহ সাংবাদিক সাগর-রুনিকে হত্যা করেছে। এছাড়াও বিগত ১৭ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে ইলিয়াস আলীসহ বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলের হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ জনতাকে নির্বিচারে গুম করেছে।
তিনি আরো বলেন, শুধু গুম নয় খুন, নির্যাতন, নীপীড়ন, নিরাপদ সড়ক এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ও সরকার পতনের আন্দোলনে ছাত্র-জনতা উপর নির্বিচারে গুলিবর্ষণ করে সহস্রাধীক ছাত্র-জনতাকে হত্যা করেছে এই খুনি হসিনা। তিনি বলেন, ঐ খুনি হাসিনার দোসররা বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করে তুলতে নানা ধরেন ষড়যন্ত্র শুরু করেছে। স্বৈরাচার হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেশকে আবারও যুদ্ধের দিকে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের লক্ষে মিথ্যাচার করছেন। এটা দেশবাসী ও যুবদল মেনে নেবে না।
রাষ্ট্রপরি দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, শেখ হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। সুতা ধরে টান দিল আপনিও টিকতে পারবেন না। বাংলাদেশে আর কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কাউকে করতে দেয়া হবেনা। আওয়ামী লীগের দোসররা ছাত্র-জনতার স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে আবার ষড়যন্ত্র করছে। প্রশাসন যদি এর ব্যবস্থা না নেয় তাহলে আবারও ছাত্র-জনতা মাঠে নেমে এর কড়া জবাব দেবে। এবার আর কেউ রেহাই পাবেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ এবং খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবী করেন। দাবী না মানলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। বিক্ষোভ মিছিল ও সামবেশে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।