নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নলখোলা মৌজায় ষোল বিঘা জমি লিজ নিয়ে নলখোলা এলাকার মৃত মাজেদ মন্ডলের ছেলে ওবাইদুর রহমান, পুকুর কেটেছেন। ঐ পুকুরের জমির মালিকরা হচ্ছেন হরিয়ান পুর্বপাড়া এলাকার মৃত ওসিম উদ্দিন এর ছেলে সাইদুর রহমান। তাঁর একাই রয়েছে ৭বিঘা। অন্যান্য মালিকরা হলেন নলখোলা এলাকার মৃত আনসার মন্ডলের ছলে রিয়াজুল হক, মৃত হযরত আলীর ছেলে সাজ্জাদ হোসেন, হরিয়ান মৃধাপাড়া ভুগাই মন্ডলের ছেলে হান্নান আলী, নলখোলা এলাকার আশরাফ মন্ডলের ছেলে সিদ্দিক আলী ও বাখরাবাজ এলাকার মৃত তাহাজ আলীর ছেলে রেফাত আলী।
তারা সকলেই অভিযোগ করে বলেন, ওবাইদুর রহমান পাঁচ বছরের জন্য তাদের নিকট হতে ষোল বিঘা জমি প্রতি বছরে পঁয়ত্রিশ হাজার টাকা করেলিজ নেন। এরপর তিনি সেখানে পুকুর কাটেন। কিন্তু দুই বছরের মাথায় ওবাইদুর তাদের কোন কিছু না বলে পুকুরের বিট কেটে মাটি বিক্রি করে দেন। এতে পুকুরের প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি করেছে। শুধু তাইনয় তিনি তাদের কিছু না জানিয়ে পুকুরে গভীর নলকুপ থেকে পানি নেয়ার জন্য সংযোগ নিয়েছেন। এই সংযোগ নেয়ার জন্য ওবাইদুর রহমান তাদের নিকট হতে পঁয়ষট্টি হাজার টাকা কেটে নেয়ন বলে জানান তিনি।
সাইদুরসহ অন্যান্য জমির মালিক বলেন, ওবাইদুর রহমান আওয়ামীলীগের একজন নেতা দাবী করেন। এ বিষয়ে তারা ওবাইদুরকে বলতে গেলে ক্ষমতার দাপটে তাদের কোন প্রকার পাত্তা দিতেন না। সেইসাথে তাদের ভয়ভীতি দেখাতেন বলে জানান তারা। এ নিয়ে প্রতিকারের জন্য হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে একটি অভিযোগ প্রদান করেছেন। কিন্তু এখানেও কোন সমাধান হবেনা বলে উল্লেখ করেন তারা। তাদের পুকুরের যে ক্ষতি হয়েছে তা ওবাইদুর রহমানকে দেয়ার দাবী জানান। না দিলে তারা কঠোর পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেন জমির মালিকগণরা।
তবে এ বিষয়ে ওবাইদুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,মাছ ছাড়া এবং মাছ মারার সুবিধার্থে তিনি দুই পরের বিট কেটে ফেলেছেন। এটা না করলে কোনভাবেই মাছ চাষ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।