নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হসরত মোহানী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয় ইন্তেকাল করেন(ইন্না—–রাজিউন)। এ সময়ে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয়কমিটির সাবেক অর্থ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব মরুহুমের নামাযে জানাযা মহানগরীর সাহেববাজার বড় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে হেতেন খাঁ গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ, মরহুমের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপি’র শোক
রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হসরত মোহানী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয় ইন্তেকাল করেন(ইন্না—–রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ মামুনসহ সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
শোক বার্তায় আহ্বায়ক বলেন, হসরত মোহানী একজন বিএনপি’র নিবেদিত প্রাণ ছিলেন। তিনি জেল জুলুম সহ্য করে দলের এবং জনগণের সেবা করে গেছেন। স্বৈরাচার খুনি হাসিনা সরকারের আমলে তিনি জেল, জুরুল ও অনেক নির্যাতন সহ্য করেছেন। তাঁর এই প্রয়ানে মহানগর বিএনপির অনেক ক্ষতি হলো। তিান আবারও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।