নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে প্যারিস রোডে সমাবেশে তারা এই দাবি জানান। এসময় রাষ্ট্রপতির বিরুদ্ধে নানান স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, স্বৈরাচারের দোসরা এখনো নানান প্রক্রিয়ায় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এজন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করেন তারা। অভিযোগ করেন, আওয়ামীপন্থী যেসব শিক্ষক ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাসে হল দখল, গেস্টরুমে নির্যাতন ও রাজনৈতিক দলের লেজুরভিত্তিক রাজনীতি বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।