নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪৪তম সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
আলোচনা সভার শুরুতে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন। সবার সম্মতিক্রম তা অনুমোদিত হয়। সেইসাথে বিগত মাসের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। এছাড়াও বিগত মাস সমুহের বাস্তবায়নাধীন কর্মকাণ্ড তুলে ধরেন। সেইসাথে বিগত কোয়াটারের কার্যক্রম ও ব্যয় অনুমোদন করা হয়।
সভাপতি উপস্থিত সবার কথা মনোযোগসহকারে শোনেন এবং নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, গবেষণার কাজটি দুত শেষ করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠির যুবক-যুবর্তীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদনের পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, প্রতিটি প্রোগ্রামের ছবি, রিপোর্ট সভায় উল্লেখ করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠির ঐতিহ্যগত বিষয়গুলো ছোট ছোট ভাবে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব এ লোড করলে বিশে^র মানুষ জানতে পারবে। সেইসাথে আগামীতে সকল কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং বাজেট অনুযায়ী অন্যান্য কার্যক্রমগুলো সমাপ্ত করার পরামর্শ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সুসেন কুমার স্যামদুয়ার, সুবোধ চন্দ্র মাহাতো, সুনিল কুমার মাঝি, মনোয়ারা পারভীন ও শেলী প্রিসিল্লা বিশ্বাস, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান।