নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির দ্বিতীয় সভা বহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর ড. চৌধুরী সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য ও রাজশাহী মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক প্রদীপ চাঁদ মন্ডল।
অত্র কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সভা সঞ্চালনা ও এজেন্ডা অনুসারে আলোচনা করেন শাহিনুল ইসলাম। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের অর্জনগুলো তুলে ধরেন। এরপর উন্মুক্ত আলোচনা হয়। আলোচনায় কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ অংশগ্রহন করেন এবং তাদের সুনির্দিষ্ট মতামত প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডা. মোহাম্মদ নূর-উল -আলম, পবা উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান আরজিয়া বেগম, মোহনপুর উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, মহানগর ইমাম সমিতির সভাপতি ও রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক বারেক মুন্না, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার-এর কাউন্সিলর ইনজামুল হক, বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক খালেদা বানু, মহানগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাবিনা পারভীন, ব্লাষ্ট-রাজশাহীর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম, টিকাপাড়া স্পোর্টিং ক্লাব-এর সভাপতি শামীম হোসেন চৌধুরী, লফস-রাজশাহীর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোটার ফজলুল করিম বাবলু, নতুন প্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর ফারুক।
এছাড়াও ফুড ফর দি হাঙ্গেরী রাজশাহী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মাসুদ রানা, ডেমিয়েন ফাউন্ডেশন, রাজশাহীকো-অর্ডিনেটর নাবিউল ইসলাম। এছাড়াও হেড অব টিভিইটি খানুজ্জামান, ডিসেন্ট এম্পøয়মেন্ট এর টীম লিডার খোন্দকার ফরিদ আহম্মেদ, সোশ্যাল ইনক্লুশন-এর টীম লিডার হারুন-অর-রশিদ এবং এফএ’র সিনিয়র অফিসার জাহাঙ্গীর কবিরসহ ইউসেপ রাজশাহীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
কমিটির চেয়ারপারসন ইউসেপ বাংলাদেশের কার্যক্রমে,প্রতিবন্ধী, মেয়ে, ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণ ও ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্ত বাড়ানো এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতা করার বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসাথে উপস্থিত সকলের সুস্বাস্থ্র্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।