নিজস্ব প্রতিবেদক: ৩২ বছরের বৈষম্য অবসান কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজ সমুহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে এবং ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে “এ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার” কর্মসূচী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে বাংলাদেশ বেসরকারি কলেজ অর্নাস মাষ্টার্স শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা কমিটির উদ্দ্যেগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা কমিটির সভাপতি সানোয়ার হোসেন নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধননে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রভাষক বন্থি হোসেন, মেহেদি হাসান, অলিউল্লাহ রহমান অলি , কাজল কুমার মন্ডল, জালাল হোসেন, সানোয়ার হোসেন ও বাসার হোসেন সহ ১১ টি কলেজের শিক্ষকবৃন্দ।
উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩,৫০০জন শিক্ষককে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশের মাধ্যমে এমপিওভুক্ত করতে প্রতি মাসে ৯কোটি এবং বছরে ১০৮ কোটি টাকার বাজেটে ব্যয় বরাদ্দ করলেই এমপিওভুক্তির ন্যায়সঙ্গত দাবির বাস্তবায়ন হবে বলে উল্লেখ করেন তারা।