নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়নের তলবী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রমিক নেতা মাইনুল হক মানা। শ্রমিক নেতা মিজানুর রহমান মধুর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়নের নেতা আলাল উদ্দীন, মোজাম্মেল হক বাবু, সাইফুল ইসলাম ও সাজ্জাদ হোসেন। এছাড়াও অত্র ইউনিয়নভূক্ত অন্যান্য শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান শ্রমিক ইউনিয়নের নেতারা অর্থের কোন হিসাব নিকাশ শ্রমিকদের দেননি। তারা কোটি কোটি টাকা চাঁদা আদায় করলেও শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসেনি। দীর্ঘ পনের বছর তারা লুটপাট করে খেয়েছে। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রাণ নাশের হুমকী দিতো বলে উল্লেখ করেন তিনি। তারা আরো বলেন, বিগত দিনে বর্তমান কমিটি নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় এসেছে। এই কমিটি স্বৈরাচার কমিটিকে আর থাকতে দেয়া হবে না বলে তিনি পূর্বের কমিটি ভেঙ্গে দেন। এতে উপস্থিত শত শত শ্রমিক সমর্থন দেন।
শেষে সবার সম্মতিতে শ্রমিক নেতা মাইনুল হক মান কে আহ্বায়ক এবং শ্রমিক নেতা মিজানুর রহমান মধুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি সবার সম্মতিক্রমে এক থেকে দুইদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন বলে জানান নয়া আহ্বায়ক। আহ্বায়ক কমিটি ঘোষনা করেন শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন।