নিজস্ব প্রতিবেদক: সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ে স্টেশন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক(পশ্চিম) এর কার্যালয়ের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী (পশ্চিম) এর মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক(পশ্চিম) রাজশাহী সুজিত কুমার বিশ^াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী (পশ্চিম) রাজশাহীর অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম। এছাড়াও বাংলাদেশ রেলওয়ে রাজশাহী (পশ্চিম) রাজশাহীর সিওপিএস আহসানউল্লাহ ভূঞা, সিএমই সাদেকুর রহমান, এফএ এন্ড সিএও গৌরাঙ্গ দেবনাথ, এডিডি.সিই লিয়াকত আলী খানসহ রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, কৃষি বিপনন, রাবি সমন্বয়করী, সাংবাদিক, ধর্মীয় নেতা হিজড়া প্রতিনিধি, রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের নেতৃবন্দ সহ রেলওয়ের বিভাগের অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নেতৃবৃন্দ এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় রেলওয়ের চলমান সেবা নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। সেইসাথে আগামীতে রেলওয়ে কার্যক্রম কিভাবে আরো ভাল এবং লাভবান করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।