নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ এর আয়োজনে ও সভাপতিত্বে শুক্রবার পবার বড়গাচী স্কুল এন্ড কলেজে মাঠে দুপুর সাড়ে ১২টার দিকে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের রোগমুক্তি কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অত্র কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব শেখ মকবুল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ড. মোজাফ্ফর হোসেন মুকুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৈমুর রহমান, বড়গাছী ইউনিয়ন ১ নং ওয়ার্ড সভাপতি সামসুল আলী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহেল রানা, রাজশাহী জেলা যুবদলের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল আলী,সদস্য আফজাল পাটোয়ারী,রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আর কে সৌরভ ও জেলা ছাত্রদল নেতা শাহীন আলী লালন সহ বিএনপি,যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০নং ডেঙ্গু ওয়ার্ড এবং পরে কেবিনে চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি নিজ বাড়ীতে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।