নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার রাজশাহী মহানগীর সাতটি থানায় বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে শুক্রবার রাতে বোয়ালিয়া থানা পূর্ব ও পশ্চিম এর নয়া আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময়ে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র আহ্বায়ক আশরাফুল ইসলাম (নিপু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম (রিংকু) ও সদস্য সচিব আলাউদ্দিন। বোয়ালিয় থানা (পশ্চিম) বিএনপি’র আহ্বায়ক শামসুল হোসেন (মিলু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন ও সদস্য সচিব বজলুজ্জামান মহন। এছাড়াও মহানগর বিএনপি’র সদস্য আরিফুল শেখ বনিসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।