নিজস্ব প্রতিবেদক: ভাটাপাড়া যুব সংঘের আয়োজনে ভাটাপাড়া প্রিমিয়ারলীগ শুরু হতে যাচ্ছে। এ লক্ষে শুক্রবার সন্ধ্যায় নগরীর পিঁপড়া ইভেন্টের হলরুমে খেলোয়ার নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, খেলার মাধ্যমে শরীর ও মন ভাল থাকে। মাদক থেকে বিরত রাখে।
তিনি আরো বলেন, ক্রীড়ার মাধ্যমে একটি দেশকে দ্রুত বিশে^র দরবারে পরিচিত করা যায়। বাংলাদেশ যেমন ক্রিকেটে মাধ্যমে সারাবিশে^ দ্রুত সময়ে পরিচিতি লাভ করেছে। পূর্বে পাড়া মহল্লায় নানা ধরনের খেলা হতো। যেমন ফুটবল ও হাডুডু। এই সকল খেলা অত্যন্ত জনপ্রিয় ছিলো। মানুষ বিকেলে হলেই মাঠে চলে যেত। এখন ডিজিটাল যুগ হওয়ায় মাঠে যাওয়ার প্রবণতা কমে গেছে। যুব সমাজ এখন মোবাইলে বুদ হয়েছে। এ অবস্থা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে বেশী বেশী খেলাধুলার আয়োজন করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ক্রিকেট একটি ধর্য্যরে খেলা। যে দল ধর্য্যধারণ করে খেলে বেশীর ভাগ সময়ে সেই দল জয়লাভ করে। এই লীগ আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি। সেইসাথে এই ধরনের আয়োজনে তিনি সর্বদা পাশে থাকবেন বলে আশ^াস প্রদান করেন মিলন।
ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন রাজাপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি ও শাফিনা মহিলা ডিগ্রী কলেজের আহ্বায়ক শাহীনুর ইসলাম মিঠু, ভিপিএল আয়োজক কমিটির আহ্বায়ক জাকীর হোসেন সঞ্জু ও ক্রীড়ানুরাগী শরিফুল ইসলাম অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দিপন। এছাড়াও বিএনপি, জামায়াত এর নেতৃবৃন্দসহ অত্র ক্লাবের অন্যান্য সদস্য ও খেলোয়ার, ক্লাবের মালিক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।