নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি’র উদ্যোগে এবং মহানগর যুবদল ৪নং ওয়ার্ড যুবদলের সার্বিক সহযোগিতায় শুক্রবার সকাল ৯টা থেকে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এবং বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে সকল শহীদদের স্বরনে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
রাজশাহী মহানগরীর কেশবপুর শহর রক্ষা বাঁধে আয়োজিত কর্মসূচীতে স্বাস্থ্য সেবা প্রদান করেন শিশু বিশেষজ্ঞ তাহসিন পেডি সিএ ডা. তৌসিফ ইকবাল, মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. রাশেদুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. তৌহিদুল ইসলাম, ইমতিয়াজ ডিএমসি: ডা. ফারহান ইমতিয়াজ চৌধুরী (সার্জিক্যাল) ও গাইনী বিশেষজ্ঞ ডা. জান্নাতি নূর।
এ বিষয়ে রফিকুল ইসলাম রবি বলেন, দেশের অনেক মানুষ আছে যারা টাকার অভাবে ভাল ডাক্তারের নিকট যেয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। এছাড়াও টাকার অভাবে তারা ওষুধ কিনতে পারেন না। ঐ সকল হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এবং বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে সকল শহীদদের স্বরনে এবং আত্মার শান্তি কামনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে এই কার্যক্রম পরিচালনা করছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বিনা মূল্যে নারী-পুরুষ ও শিশুদের নানা রোগের চিকিৎসা প্রদান করা হয়। সেইসাথে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ বা ব্লাড প্রেসার মাপা হয়। সেইাসাথে হত দরিদ্রদের দ্বারপ্রান্তে এসে চিকিৎসা প্রদান করায় উপস্থিত সকল চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। আর এই ধরনের কার্যক্রম প্রতিটি ওয়ার্ডেই পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন রবি। এ সময়ে ৪নং ওয়ার্ড ও মহানগর যুবদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে নিতে আসা একাধিক নারী-পুরুষ বলেন, বাড়ির কাছে ডাক্তার এসে তাদের সেবা করে এমনটা কেউ ভাবেনী। এই চিকিৎসা সেবা পেয়ে তারা খুব উপকৃত হলেন। যারা এর আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানান তারা।