মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

রাজশাহী বিভাগের ‘সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ বর্ষের রাজশাহী বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার রাজশাহীর ‘শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় ৭৫০ শিক্ষার্থী অংশ নেয়। এখান থেকে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পাবে যারা রাজশাহী বিভাগের সেরা হবে।

এ বিষয়ে ইস্পাহানি টি লিমিটেড (বিপণন) এর উপ মহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠ বারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া খানম এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। আর এই প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন চ্যানেল আই-এর তাহের শিপন। পরে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এইচ এম ফজলে রাব্বি আরো বলেন, ষষ্ট থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে সেরাদের নির্বাচিত করা হয়। এই নির্বাচিতরা ঢাকায় মূলপর্বে যাবার সুযোগ পাবে বলে জানান তিনি। এছাড়া অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ‘সুন্দর হাতের লেখা’ বিশেষ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে দেওয়া হয় যথাক্রমে পাঁচ হাজার তিন হাজার ও দুই হাজার টাকার আর্থিক পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১ টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin