নিজস্ব প্রতিবেদক: আসরাফুল ইসলাম (নিপু) কে আহ্বায়ক ও আলাউদ্দিন কে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়লিয়া থানা বিএনপি’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চলতি মাসের ১১তারিখ গঠন করা হয় এবং রাজশাহী মহানর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ মামুন স্বাক্ষর করে অনুমোদন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম (রিংকু), যুগ্ম আহ্বায়কবৃন্দ আশরাফুল আলম সিদ্দিকী (প্রিন্স), মাহবুব হোসেন (স্বাধীন), আব্দুল্লাহ আল মাহমুদ বিন গোলাম (বিপু), আব্দুল্লাহ আল মাহমুদ (মাসুদ), আকবর রেজা চৌধুরী, ওয়াজেদ আলী ও আল মামুন হক রোমন, সদস্যরা হলেন, কমল আলী, মুরাদ আলী, মনিরুল ইসলাম (রতন), রাজিব, গোলাম গাউস মনা, শেখ মোহাম্মদ তারিক(শিবলী), শাহিন, তৌফিক হোসেন (খোকন), শরিফুল ইসলাম (সৈকত) ও রফিকুল ইসলাম সঞ্জু।