নিজস্ব প্রতিবেদক: রাজপাড়া থানা বিএনপি’র নয়া কমিটির আয়োজনে শনিবার বিকেলে নগরীর লক্ষীপুর মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে পতিত স্বৈরাচার হাসিনা সরকার কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবীতে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরুর পূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতা রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ডা. জাহিদ দেওয়ান শামিম, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপি নেতা মুরাদ পারভেজ পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল শেখ বনি,রাজপাড়া থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াজির আলী উজির, নাজিম উদ্দীন নাজিম,আব্দুর রাজ্জাক, শাহিন হোসেন, হারুনুর রশিদ হারুন, হায়দার আলী, সালমগীর হোসেন, মাহমুদুল হাসান রুবেল, রাজপাড়া থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন,৬নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক শাহিন আলম, সদস্য সচিব তারিফ হোসেন ও যুগ্ম-আহ্বায়ক জীবন।
এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা,সদস্য নীরব খাঁন তারেক, মোবারক উদ্দিন পলাশ, যুবদল নেতা তুহিন, জিল্লাল, চঞ্চল ও রফিকুল ইসলাম মিলনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বক্তরা অবিলম্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আহ্বান জানান। সেইসাতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষনার আহ্বান জানান। সমাবেশ শেষে নগরীর লক্ষীপুর মোড়ে হইতে সিএন্ডবি মোড় পর্যন্ত বিএনপি’র নেতা কর্মীরা মিছিল করেন।