মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

রাজশাহী কারিতাসে শিশু সুরক্ষা, শিশু সনদ ও শিশু আইন বিষয়ে প্রশক্ষিণ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় শিশু সুরক্ষা, জাতিসংঘের শিশু সনদ ও শিশু আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর মহিষবাথানস্ত কারিতাস কার্যালয়ের ফাদার এফ চেস্কাতো হলরুমে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বালাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতিসংঘের শিশু অধিকার কনভেশন এবং শিশু সনদ সম্পর্কে আলোচনা করেন রাজশাহী জজ কোর্টের আইনজীবী মোহা: মাহাবুব আলম। আইন কি? শিশু আইন কি? শিশু আইনে কি বলা হয়েছে? শিশুদের অধিকার রক্ষায় আইন প্রয়োগ কিভাবে করা হয়, সে বিষয়ে আলোচনা করেন প্রবেশন কর্মকর্তা মনিরুজ্জামান।

এদিকে শিশু সুরক্ষা, শিশু নির্য়াতনের ধরন, শিশু শ্রম, ঝুঁকিপূর্ন কাজের ধরন বিষয়ে আলোচনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম। আলোচকগণ তাদের নিজ নিজ বিষয়গুলো উপস্থিত অংশগহকারীদের সামনে উপস্থাপন করেন। সেইসাথে শিশু আইনে সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও হটলাইন ১০৯৮ সম্পর্কে আলোচনা করেন প্রবেশন সমাজকর্মী শামীম রেজা।

প্রশিক্ষণে আলোকিত শিশু প্রকল্পের পাঁচটি শিশু সুরক্ষা কমিটির ২০জন পুরুষ এবং ২৫জন রানীসহ মোট ৪৫জন প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। এছাড়াও আলোকিত শিশু প্রকল্পের কর্মীগণ, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin