নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ এর উদ্যোগে ও সভাপতিত্বে শনিবার বিনামূল্যে চারা বিতরণ রোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবার বড়গাছী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়গাছী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সামসুল আলী,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আফজাল পাটোয়ারী, যুবনেতা সাব্বির আহমেদ, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এস আর সোহান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আর কে সৌরভ ও ছাত্রদল নেতা শাহিন আলী লালন। এছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।