নিজস্ব প্রতিবেদক: ২০১৪ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের নামে মিথ্যা বিস্ফোরক মামলা দায়ের করে। যার নম্বর ১৮০/১৪। আর এই মামলায় আসামি করা হয়েছিলো বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার আযিম আযব সহ জামাত নেতাদের।
দীর্ঘ ১০ বছর এই মামলা সাক্ষী গ্রহণের পর প্রমাণিত হলো মামলাটি ভুয়া মিথ্যা এবং সাজানো। সে জন্যই রোববার বিজ্ঞ আদালত সকলকে মামলা থেকে খালাস দিয়েছেন বলে জানান আবুল কালাম আজাদ সুইট। এবিষয়ে মামলার আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, এই মামলায় মোট ২১জনকে আসামী করা হয়েছিলো। রোববার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালত দীর্ঘদিন শুনানী শেষে সকল আসামীদের খালাস করে দেন বলে জানান মাসুম।