নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর শাখা নানা কর্মসূচীর আয়োজন করে। রোববার সকাল ৮টায় রাজশাহী সিটি কলেজ ছাত্র হোস্টেল প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও মোনাজাত করা হয়। এরপর সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন ও মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
যুবদল মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সভাপতিত্বে কর্মসূচী সমুহে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, কামরুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক শফিক মাহমুদ তন্ময়, সদস্য হাফিজুর রহমান আপেল,দূর্লভ,সাইদুর,মোমিন,নাহিদুল ইসলাম বুলেট,মজিবুল হক মিলন,গোলাম নবী জেমি,নীরব খান তারেক,শিপু ও মিন্টু, সুরাজ আলী,মুক্তার আলী সাদ্দাম, নূর নবী মুক্তা, জানে আলম রাশেল,বনি সরদার ও জালাল মিন্টু। এছাড়াও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহনাগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকীসহ যুবদল মহানগরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তারুনের্য অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদল সাড়া দেশে একই ধরনের কর্মসূচী পালন করেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর যুবদল একই কমসূচী পালন করে। তিনি বলেন, দশ এখন স্বৈরাচার মুক্ত। এই দেশে আর কোন লুটেরা শাসন ও শোষন করতে পারবেনা। তিনি মানবতার সেবার কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন দেশ গড়ার কাজে আত্বনিয়োগ করতে হবে। তিনি আরো বলেন, বেলা ৩টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এরপর বিকেলে, ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল হয়।