নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে রাজশাহী ব্যাবসায়ী সমন্বয় পরিষদের আয়োজনে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টায় মানববন্দন অনুষ্ঠিত হয়। এরপর ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এর মাধ্যমে বাণিজ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যাবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আলী আশরাফ খোকন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজম আলী, সাহেব বাজার গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাহেব বাজার মাস্টার পাড়া পাইকারী কাঁচাবাজার সমিতির সভাপতি আনোয়ার হোসেন দীপক, সাহেব বাজার হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম বাবুলীন, গণকপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস.এম তোজাম্মেল হক টেক্কা ও বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কার আলীসহ বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ী সমন্বয় সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটি অনির্বাচিত, অযোগ্য, জনবিচ্ছিন্ন। ব্যবসায়ীদের স্বার্থে এই কমিটি ভেঙ্গে একটি অন্তরবর্তীকালীন কমিটি গঠন করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করার জোর দাবী জানান তাঁরা। তাঁরা আরো বলেন, চেম্বার অব কমার্স একটি এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল করে থাকে। কিন্তু চেম্বার অব কমার্স এর বর্তমান পরিচালনা পরিষদের অনেকে ফৌজদারী মামলার আসামী হিসাবে পলাতক আছেন। ফলে এই প্রতিষ্ঠান কার্যত স্থবির হয়ে পরায় সাধারণ ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার লাইসেন্স নবায়ন সংক্রান্ত, ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে, ট্যাক্স প্রদান সংক্রান্ত, আমদানী রপ্তানী সংক্রান্ত এবং নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মূল্য মনিটরিং সংক্রান্ত জটিলতা নিরসনে চেম্বার অব কমার্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করেন তাঁরা।
উপস্থিত রাজশাহীর সর্বস্তরের ব্যবসায়ী ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বর্তমান পরিষদ ভেঙ্গে দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে রাজশাহীর ব্যবসায়ীদের অথনৈতিক কর্মকান্ড গতিশীল করার লক্ষে পদক্ষেপ গ্রহন করার জন্য বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেন।
এদিকে স্মারকলিপি পাওয়ার পরে বিভাগীয় কমিশনার বলেন, দ্রুত নয় আজকের মধ্যেই এই স্মারকিলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরারওে পাঠানোর হবে। তিনি আরো বলেন, এক শ্রণির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজর অস্থিতিশীল করে রাখছে। পণ্য মজুদ করে কৃত্তিম সংকট তৈরী করছে। এগুলো দেখার ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দদেও পরামর্শ দেন। সেইসাথে চলমান সংকট নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য আশ^াস প্রদান করেন।