নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পাবলিক প্রকিউরমেন্ট (পিপিআর) বিষয়ক চার দিন ব্যাপি প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়। সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে, বিএমডিএর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)। এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম খান ও বিএমডিএ সচিব এনামুল কাদির।
প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা ও প্রশিক্ষণ শাখার নির্বাহী প্রকৌশলী মোহা: তরিকুল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৭ জেলার মোট ৩৪জন অংশ গ্রহণ করেন।