নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন যুবদলের আয়োজনে সোমবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপি’র সকল অসুস্থ নেতাকর্মীর রোগমুক্তি কামনায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আলহাজ¦ মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল পবা উপজেরা শাখার সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ। সভাপতিত্ব করেন পবা উপজেলা যুবদলল সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি রজব আলী, সাবেক সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সদস্য সচিব বাদশা মিয়া, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, ইসরাফিল হোসেন সাদু ও মকবুল হোসেন মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, পবা উপজেলা যুবদলের সাবেক সদস্য শফিকুল ইসলাম, সাবেক সদস্য শ্যামল হোসেন ও সুমুন হোসেন। এছাড়াও পবা উপজেলা এবং হরিয়ান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।