নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ারিয়া থানা পূর্ব ও পশ্চিম বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র আহ্বায়ক আশরাফুল ইসলাম (নিপু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম (রিংকু) ও সদস্য সচিব আলাউদ্দিন এবং বোয়ালিয় থানা (পশ্চিম) বিএনপি’র আহ্বায়ক শামসুল হোসেন (মিলু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন ও সদস্য সচিব বজলুজ্জামান মহন এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে রাজশাহী প্রেসক্লাবের এই নয়া কমিটি সাংবাদিকদের নিয়ে দেশ ও জনগনের প্রত্যাশা পূরণ করবেন।