নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর টুলটুলি পাড়া উস্মুক্ত বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান এর সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে সভার কাজ শুরু করা হয়। সভায় সভাপতিত্ব করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার পথশিশুদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করছে। এই কাজ একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় । এ জন্য উপস্থিত সকলকে এগিয়ে আসার জন্য আহ্ববান জানান তিনি।
পরে উপস্থিত সার্ভিস প্রোভাইডারগণ নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও সেবা সমূহ আলোচনা করেন। যে সকল শিশু তাদের নিকট কাজ করছে তাদের কথা তুলে ধরেন। সেইসাথে তারা বলেন, এই প্রকল্পের কার্যক্রম ভালো লাগে বলে তারা এই প্রকল্পের সাথে থাকতে চাইন। পরে সভাপতি উপস্থিত সকলকে মহল্লার পথশিশুদের প্রতি নজর রাখতে ও ডিআইসি পরিদর্শন এবং স্থানীয় অনুদান সহায়তার জন্য অনুরোধ করেন। সভা পরিচালনা করেন আলোকিত শিশু প্রকল্পে মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে। সভায় মোট ২২জন উপস্থিত ছিলেন।