নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে স্থানীয় দাতাদের নিয়ে সমন্বয় সভা বুধবার বেলা সাড়ে ১১টায় কারিতাস আলোকিত শিশু প্রকল্পের ডিআইসিতে অনুষ্ঠিত হয়। আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান এর সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।এই সভার মূল উদ্দেশ্য ছিলো স্থানীয় দাতারা যেন পথশিশুদের সহায়তা করে এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা।
আলোচনায় কারিতাস আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, পথশিশুরা পরিবারে ঠিকমত ৩ বেলা খাবার পায়না। সমাজের কিছু ব্যক্তি তাদেরকে অল্প অর্থের বিনিময়ে কাজ করিয়ে নেয়। এই শিশুদের সবাই ঘৃনা করে। এদের পাশে না দাঁড়ালে সমাজে চুরি ডাকাতি রাহাজানি মাদকাসক্ত বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি উপস্থিত এবং যারা সভায় আসেননি কিন্তু প্রতিনিয়ত সহায়তা করে আসছেন তাদের সকলকে ধন্যবাদ জানান তিনি। আগামীতেও এই ধরনের সহায়তার করবেন বলে আশাব্যক্ত করেন তিনি। সভায় উপস্থিত স্থানীয় দাতাগণ সহায়তার অশ্বাস প্রদান করেন । এই সভায় মোট ২০ জন স্থানীয় দাতা উপস্থিত ছিলেন।