মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক কৃষকের সাথে মতবিনিময় বিএমডিএ চেয়ারম্যান এর

  • প্রকাশ সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক কৃষক ও সেচযন্ত্র পরিচালনা বিষয়ে উপকার ভোগীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন এর আয়োজনে বিএমডিএ আমনুরা জোনাল গোডাউন ক্যাম্পাস এই মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামান ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এক সময় এই বরেন্দ্র এলাকার মানুষের জীবন অনেক কষ্টের ছিলো। পানির জন্য তাদেরকে সব সময় যুদ্ধো করতে হত। পানির অভাবে বরেন্দ্র এলাকায় একটা ফসল ভালো ভাবে করতে পারতোনা। তাদের খাবারের পানির জন্য কষ্ট করতে হয়েছে সে সময়ে।

তিনি বলেন, এই বরেন্দ্র যে পরিবর্তন হয়েছে তা ভাবা যায় না। এখন আপনারা এক ফসল এর পরিবর্তে তিন ফসল ফলাতে পারছেন। কেউ কেউ চার ফসলও আবাদ করছে। এটা সম্ভব সকলের প্রচেষ্টার ফলে। এখন আর সেই আগের বরেন্দ্র এলাকা নাই। বরেন্দ্র অঞ্চল এখন শস্য ভান্ডারে পরিণত হয়েছে।

এই বরেন্দ্র অঞ্চলের মাটিতে এখন সব রকমের ফসল করা সম্ভব। এখন যে ফসল গুলোতে কম পানি ব্যবহার করে ফসল উৎপাদন করা যাবে এমন ফসলের দিকে এগুতে হবে। বিভিন্ন ধরনের রবি শস্য চাষ করলে পানির খরচ কম হবে। এতে করে কৃষকরা বেশি লাভ করতে পারবে। তিনিসামনের দিনে সকলকে একত্রে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, জাহাঙ্গীর আলম খান, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল মামুনুর রশিদ, মুহাম্মদ মতিউর রহমান ও এ.এস.এস দেলোয়ার হোসেন সহ অনান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৯টি উপজেলার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, কৃষক ও গনকু অপারেটর সহ মোট ১৮০জন উপস্থিত ছিলেন সভায়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin