নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা উপস্থাপন করেছেন। বিএনপি ঘেষিত রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়নের লক্ষে বুধবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হতে লিফলেঠ বিতরণ শুরু করেন নেতৃবৃন্দ। তাঁরা সাহেববাজার ও মাস্টারপাড়া কাঁচা বাজার, সোনাদিঘীর মোড়সহ বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এরপর তারা বানেশ^র, চারঘাট, আড়ানী, পুঠিয়া ও হরিপুরে গিয়ে লিফলেট বিতরণ করেন।
এ সময়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও জেলার সদস্য সচিব রেজাউল করিম টুটুলসহ জেলা ও মহানগর যুবদল, বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার খুনি হাসিনা দেশটাকে শত বছরের জন্য পিছিয়ে দিয়ে গেছে। দেশের প্রতিটি কাঠামো ভেঙ্গে ফেলেছে। বিচার বিভাগ ও গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কতন্ত্র তৈরী করেছিলো ফ্যাসিস্ট হাসিনা। এছাড়া লুটপাট করে অর্থনৈতিক কাঠামো ভেঙ্গে ফেলেছে। সেইসাথে কায়েম করেছিলো ত্রাসের রাজত্ব। দেশটাকে বিশে^ একটি স্বৈরাচার ও গণতন্ত্রহীন দেশ হিসেবে পরিচিত করে ফেলেছে। এ অবস্থা থেকে উত্তোরনের জন্য তারেক রহমান রাষ্ট্র সংস্থারের জন্য ৩১ দফা পেশ করেছেনে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এই ৩১ দফা দেশবাসীর নিকট প্রচার করার লক্ষেই এই কার্যক্রম পরিচালনা করে আসছে।
তাঁরা আরো বলেন, বিএনপি জনগণকে বিশ^াস করে। কারন জনগণ যে দলকে ভোট দিয়ে বিজয়ী করবে সেই দলই দলের সেবা করার সুযোগ পাবে বলে উল্লেখ করেন তারা। বক্তব্য শেষে তারা মহানগরের প্রোগ্রাম শেষ করে জেলার উপরোক্ত স্থানে যান এবং একই ধরনের কর্মসূচী পালন করেন। এ সময় জনগণের মধ্যে এক ধরনের সাড়া পড়ে যায়। জনগণ তারেক রহমানের ৩১ দফার উপরে আস্থা রাখবেন বলে জানান।