নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) পারভেজ রায়হান। সভাপতিত্ব করেন হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদেও সভাপতি শাহানুর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ সরদার, অত্র কলেজের হিতৈষী সদস্য আবুল হাসনাত, বিদ্যুৎসাহী সদস্য আইরিন জাফর ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ খান। হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক মন্ডলের পরিচালনায় এবং অত্র কলেজের শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অত্র কলেজের নবাবগত ও এইচ.এসসি পাশকৃত কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও সকল শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এরপর উপস্থিত অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সেইসাথে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে প্রধান তাঁর অতিথি বক্তব্যে বলেন, শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠী। যে জাতী যত বেশী শিক্ষিত, সে জাতী তত বেশী মার্জিত ও ভদ্র। কারণ যিনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবেন তিনি কোনদিন কারো অন্যায় করতে পারেন না।
প্রধান অতিথি আরো বলেন, এটা একটি মহিলা কলেজ। এখান থেকে একেকটি মা বের হবেন। আর মা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তার সন্তানও ভাল মনের মানুষ হয়ে গড়ে উঠবে। আর সুন্দর মনের মানুষ গড়ে উঠলে দেশও সুন্দর হবে এবং জাতিও দ্রুত উন্নত লাভ করবে। এজন্য শিক্ষা জীবন শেষ না করে বিয়ে নয় বলে অভিভাকদের সচেতন করেন। শেষে অত্র কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।