নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পনের বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। নির্বাচন নিয়ে প্রহসন করেছে বিগত আওয়ামী লীগ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা। তিনি দিনের ভোট রাতে এবং আগেরদিনসহ নির্বাচনের দিন ত্রাস সৃষ্টি করে ভোট নিয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করেছিলেন। তিনি আরো বলেন, একতরফা নির্বাচন করে সংসদে বসে যা ইচ্ছা তাই তিনি করেছেন বলে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিয়া থানা (পূর্ব-পশ্চিম) বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ সামবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষকে সাবেক প্রধানমন্ত্রী মানুষ মনে করতেন না। তিনি সর্বাদ তাচ্ছিল্ল করতেন। সেইসাথে প্রশাসন সহ আইন শৃংখলা বাহিনীকে এবং বিচার বিভাগকে দলীয় করে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। গণকতন্ত্রকে বিসর্জন দিয়ে তার বাবার ন্যায় স্বৈরশাসন কায়েম করে বিরোধী মতের মানুষকে হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলাসহ সাজা প্রদান করে কারাগারে পাঠিয়েছে। এই হায়নারুপি হাসিনার কবল থেকে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিলেন।
শুধু তাইনয় তারেক রহমানকে আটক করে অমানষিক নির্যাতন করেছিলো আওয়ামী লীগ সরকার। এরপর তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেও বেগম জিয়াকে ট্রাম্পকার্ড হিসেবে বিগত লুটেরা সরকার আটকিয়ে রেখছিলো। তিনি বলেন, সর্বশেষ জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা করে নিজের ক্ষমতা আরো পাকাপোক্ত করতে চেয়েছিলেন খুনি হাসিনা। ঐ আন্দোলনে খুনি হাসিনা নিজে আইন শৃংখলা বাহিনী ও তার ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগসহ সন্ত্রাসীদের হুকুম দিয়ে দেশব্যাপি হাজার হাজার ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছিলেন। এতো কিছু করেও হাসিনার শেষ রক্ষা হয়নি। শেষমেষ তাঁকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই হলো জুলুমবাজ সরকারের শেষ পরিনতি। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও ষড়যন্ত্র করছে। দেশের মধ্যে থাকা আওয়ামী প্রেতাত্তারা এই ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে। এদেরকে কেঠোর হস্তে দমন করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল বের করেন নেতৃবৃন্দ। তারা রাজশাহীর সোনাদিঘী হয়ে সাহেববাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ করেন।
পতীত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার বিএনপি’র ভারপ্রাপ্ত চয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার এবং অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করার দাবীতে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ভূবেনমোহন পার্কে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র আহ্বায়ক আশরাফুল ইসলাম (নিপু)। বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সদস্য সচিব আলাউদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম ইমন, আরিফুল শেখ বনি, জরিনা ও রিতা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম (রিংকু), বোয়ালিয় থানা (পশ্চিম) বিএনপি’র আহ্বায়ক শামসুল হোসেন (মিলু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন ও সদস্য সচিব বজলুজ্জামান মহন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুলইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দীন, মহানগন মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা বেগম, ক্রীড়া সম্পাদক বিথি, সহ-ক্রীড়া সম্পাদক লাভলিসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।