নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন এর আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপি প্রাথমিক শিক্ষাক্রম ও শিক্ষণ বিজ্ঞান বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী পিটিআই হল রুমে আয়োজিত কর্মশালায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন ও পরামর্শমূলক বক্তব্য রাখেন রাজশাহী পিটিআই এর সুপারিনটেনডেন্ট রেজাউল হক। সভাপতি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণ নিলে কোন কাজ সঠিকভাবে করা সম্ভব নয়। একজন শিক্ষক হচ্ছে শিক্ষার্থীর মূল অভিভাবক। কারন একজন শিক্ষার্থী দিনের বেশীর ভাগ সময়ে শিক্ষকের অধিনে থাকে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা হচ্ছে অতি গুরুত্বপূর্ন। এখানে শিক্ষকরা যে ধরনের আচরন করে শিক্ষার্থীরা ঠিক সেটাই অনুকরণ করতে থাকে। এজন্য শিক্ষকদের হতে হবে বিনয়ী, মিষ্টভাষী, সৎ ও সত্যবাদী। তাহলে প্রতিটি শিক্ষার্থী ঐ আচরন ও নৈতিকতা শিখবে। আর এজন প্রয়োজন প্রশিক্ষণ।
তিনি আরো বলেন, পিটিআই একটি সরকারী প্রতিষ্ঠান। এরপরেও তাদের হলরুম ও প্রশিক্ষক দিয়ে প্রতিবছর তাদওে সহযোগিতা করে আসছে। এজন্য তিনি পিটিআই এর সুপারিনটেনডেন্টকে ধন্যবাদ জানান। সেইসাথে প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করার পরামর্শ দেন তিনি। এরপর প্রধান অতিথি তাঁর বক্তব্যের মধ্যে দিয়েদিনব্যাপি কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট তোজাম্মেল হক, কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র এসাসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন রাজশাহী মহানগরের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন শাহ্ মখ্দুম থানার সভাপতি শেখ সাদী মোহাম্মদ আলী, মতিহার থানা কমিটির সভাপতি খলিলুর রহমান, চন্দ্রিমা থানা শাখার সভাপতি সাইদুর রহমান সাঈদ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন ইন্সট্রাক্টর (সাধারণ) আজমেরী জাহান, আজিমা সুলতানা, ইন্সট্রাক্টর (কৃষি) মমতাজ আখতার জাহান।