নিজস্ব প্রতিবেদক: মহানগর ও থানা বিএনপি কমিটি বাতিলের দাবিতে মতিহার থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে মতিহার এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বোয়লিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী ও যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ বিএনপি’র অবৈধ কমিটি বাতিলের দাবীতে নানা ধরনের স্লোগান দেন। তারা বলেন, এই কমিটি রাজশাহীর রাজনীতিকে কুলশীত করে তুলেছে। বিভিন্ন সরকারী-বেসরাকরী স্থাপনা ও বিভিন্ন সমিতি ও ইউনিয়ন সহ অন্যান্য প্রতিষ্ঠান জোর করে দখলে নিয়েছে। এই ধরনের দখলবাজদেও দিয়ে কখনো দল চলতে পারেনা। এজন্য দ্রুত সময়ে মধ্যে অবৈধ কমিটি বাতিল করার দাবী জানান তারা।