নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার রিশিকুল স্কুল মাঠে আয়োজিত দুইদিনব্যাপি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বুলেট একাদশ, ডাইংপাড়া একতা ক্লাবকে ১-০গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় মোট ষোলটি দল অংশগ্রহন করে। শনিবার বিকেলে দুই দলের মধ্যে চুড়ান্ত খেলা গোল শূন্য ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। প্রথম ট্রাইবেকারে উভয় দল একটি করে গোল মিশ করলে পুণরায় ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। এতে বুলেট একাদশ, ডাইংপাড়া একতা ক্লাবকে ১-০গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার হিসেবে দুইটি মোটর সাইকেল প্রদান করা হয়। গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য ও আগামীতে বিএনপি থেকে গোদাগাড়ী-তানোরের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রানার-আপ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময়ে তিনি বলেন, এই টুর্নামেন্ট নিয়ে বিএনপি নামধারী আরেকটি গ্রুপ অনেক বাধা প্রদান করেছে। এই টুর্নামেন্ট বানচাল করতে আইন শৃংখলা বাহিনীসহ অন্যান্যদের দিয়ে হুমকী প্রদান করেছে।
তিনি বলেন, কোন ষড়যন্ত্রই এই টুর্নামেন্ট বন্ধ করতে পারেনি। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই ফুটবল টুর্নামেন্ট। এর পরেও ঐ আওয়ামীলীগের দোসর, বিএনপি’র নামধারীরা এটা বানচাল করতে উঠে পরে লেগেছিলো। এ থেকে বোঝা যায় তারা কেমন বিএনপি’র লোক। প্রধান অতিথি বলেন, খেলাধুলার মধ্যে দিয়ে বিশে^ দ্রুত সময়ে পরিচিতি লাভ করা যায়। শুধু তাইনয় শরীর গঠনে খেলার কোন বিকল্প নাই। এছাড়াও যুব সমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও দেশদ্রোহী কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার কোন উপায় নাই বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আগামীতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী হওয়ার জন্য চেষ্ঠা করছেন। তিনি নুনেশণ পান তাহলে তার হয়ে সবাইকে মাঠে থাকার ফনুরোধ করেন। এছাড়াও দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে তার হয়ে তিনি এবং সবাইকে কাজ করার আহ্বান জানান। তিনি সর্বদা জনগণের পাশে ছিলেন এবং আগামীতে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি । বক্তব্য শেষে তিনি ও উপস্থিত অতিথিবৃন্দ মিলে পুরস্কার প্রদান করেন।
রিশিকুল ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব, সাধারণ আনোয়ারুল সরকার, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক টিটো সরকার, বিএনপি নেতা আমিনুল, তানজির, অচিন, সেলিম, সাদেক ও গণি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম। এছাড়াও যুবনেতা মিঠন, মিল্টন, আসগর ও বিজয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।