নিজস্ব প্রতিবেদক: ঢাকার বাইরে হৃদরোগের চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে রাজশাহীতে চালু হলো ১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরেণ্য কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার দুপুর ১২ টার দিকে নগরীর লক্ষ্মীপুর বাকীর মোড়ে অবস্থিত অত্র ফাউন্ডেশন বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মধ্যে দিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন ।
এ সময়ে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের ৭০-এর দশকের শেষের দিকে স্থাপিত হয়েছিল হৃদরোগ ইনস্টিটিউট বা ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ। যেটি প্রতিষ্ঠা করেছিলেন ফাদার অব কার্ডিওলজি ব্রিগেডিয়ার অব. আব্দুল মালেক। এরপরে তিনি জাতীয় বাতজ্বর নিয়ন্ত্রণ কেন্দ্র এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেছেন। তিনি ১৯৭০ সালের তদানিন্তন অবিভক্ত পাকিস্তানে যে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল এবং ১৯৮১ সালে স্বাধীন বাংলাদেশে যে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল সেই টিমের একজন কার্ডিওলজিস্ট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন । এটা অত্যন্ত বিরল সম্মাননা। সেই ধারাবাহিকতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী পরিচালিত হচ্ছে। নবগঠিত হাসপাতালটির উন্নয়নে সরকার সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশাব্যাক্ত করেন।
তিনি আরও বলেন, হৃদরোগ বিশ্বের প্রধানতম ঘাতক ব্যাধি। প্রতি ৩ জন মানুষের ১ জন হৃদরোগে আক্রান্ত হয়। বর্তমানে বাংলাদেশে বাইপাস সার্জারির ৯৫ ভাগই হয় ঢাকায়। যেখানে মোট জনসংখ্যার মাত্র ১০ ভাগ মানুষের বসবাস। ঢাকার বাইরে হৃদরোগ হাসপাতাল স্থাপনসহ সরকারি-বেসরকারি অংশীদারিত্বে দক্ষ হৃদরোগ চিকিৎসকের দ্বারাসবার কাছে এই চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যঅধ্যাপক ডা. মোহাঃ জাওয়াদুল হক, ন্যাশানাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী), রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব)সৈয়দ মোস্তাক হাসান, প্রকল্প পরিচালক হাসিনা মমতাজ।
স্বাগত বক্তব্য এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম তুলে ধরেন যথাক্রমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক প্রফেসর মহাঃ হবিবুর রহমান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. রইছ উদ্দিন, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সভাপতিত্ব করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সভাপতি আব্দুল মান্নান। তিনি বলেন, পাঁচতলা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীতে ১০০ শয্যার মধ্যে রয়েছে ৮ শয্যার আইসিইউ, ১২ শয্যার সিসিইউওএকটি অত্যাধুনিক ক্যাথল্যাব এবং দক্ষ চিকিৎসক। যার মাধ্যমে এই অঞ্চলে স্বল্প খরচে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হৃদরোগের চিকিৎসাসেবা নিতে পারবেন।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কার্যনির্বাহী সদস্য হাসেন আলী, এনামুল হক, তরিকুল ইসলাম স্বপন, লিয়াকত আলী, খন্দকার মিজানুর রহমান খোকন, আককাস আলী, কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. শাহাদাৎ হোসেন রওশন, প্রফেসর ডা. আবু বকর সিদ্দিক, প্রফেসর ইফফাত আরা নার্গিস, সেলিম রেজা খান, এ.কে মাসুদ, খোন্দকার আবুল কাসেম ও মনোয়ার হোসেন (সেলিম), আজীবন সদস্যবৃন্দ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, রাজশাহী’র চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রতিনিধিবৃন্দ, আগত অতিথিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।