নিজস্ব প্রতিবেদক: আদর্শ সমবায় গঠনে গুরুত্বপূর্ন অবদান রাখায় জাতীয় সমবায় পুরষ্কার ২০২৩ এর রাজশাহী বিভাগের শ্রেষ্ট সমবায়ী হিসাবে পুরষ্কার গ্রহন করেন উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: চেয়ারম্যান মিজানুর রহমান ইউসুফি। পুরষ্কার প্রদান অনূষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্মনিবন্ধক রাজশাহী বিভাগীয় সমবায় কর্মকর্তা মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অর্নিবান চাকমা, অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান ও এডিসি টুকটুক তালুকদার। জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় র্যালির মাধ্যমে শুরু হয়। র্যালি শেষে রাজশাহী ল্যবরেটরী হাই ষ্কুল অডিটেরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের মধ্যে অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় ।