নিজস্ব প্রতিবেদক: রোববার রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য সালেহ্ উদ্দিন বেবীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। ২০০৫ সালের ৩রা নভেম্বর অসুস্থ্যতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির এই নেতা। তিনি রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, যুবদলের গুরুত্বপূর্ন পদে নেতৃত্ব দিয়েছেন। তিনি মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সভাপতি ছিলেন। এছাড়াও তিনি একাধারে উত্তর বঙ্গেও শ্রেষ্ঠ বক্তা, সাহিত্যিক, কলামিষ্ট, নাট্যকার, গীতিকার ও বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন।
কাশিয়াডাঙ্গা অঞ্চল, রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রোববার এই বর্ষিয়ান নেতার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন। কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক শামীম রেজার সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আক্কাশ আলী, বিএনপি নেতা আলাউদ্দীন, লিটন, এনামুল ও আসলাম।
পবা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, পবা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতারুজ্জামান মামুন, যুবনেতা রবিন, রাজু, হাসিবুল ও কাউসার, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি মোমিনুল ইসলাম রনি ও ছাত্রনেতা হাসান।
অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও সাবেক ছাত্রনেতারা সালেহ্ উদ্দিন বেবির বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে আলোকপাত করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।