নিজস্ব প্রতিবেদেক: ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন’র নবনির্বচিত কমিটির সদস্যরা রোববার রাতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তারা ফুল দিয়ে মিলনকে শুভেচ্ছা জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন রাজশাহী জেলা নির্বাহী কমিটির সভাপতি জহুরুল হক, সহিদুল আলম,সিনিয়র সহ-সভাপতি জায়দুর রহমান, সহ-সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম শেখ যুগ্ম সাধারণ সম্পাদক তাহের হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মওদুদ ইসলাম, প্রচার, প্রকাশনা ও কথ্য বিসয়ক সম্পাদক সোহেল রানা, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিসয়ক সম্পাদক আবু রায়হান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসিম উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস.এম হাসানুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক সাহেদা খাতুন, সাহিত্য ও সংস্কৃতি বিসয়ক সম্পাদক মামুন-উর রশীদ ও নির্বাহী সদস্য মেহদী হাসান।
এ সমেয় মিলন বলেন, বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এদেশের মাটি অনেক উর্বর। এই উর্বর মাটিতে ফসল ফলাতে কৃষকদের পাশে থেকে যারা পরামর্শ প্রদান করছেন তারা হলেন আপানারা। কৃষি অফিসারগণ দিনরাত মাঠে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। কিন্তু বিগত সরকার এদের কোন মূল্যায়ন করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিতে বিপ্লব আনয়ন করেছিলেন। সেই ধারাবাহিকতা আবার ফিরিয়ে এনে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানান। সেইসাথে প্রতিটি ক্ষেত্রে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।