নিজস্ব প্রতিবেদক: ঘরে বসে অনিয়ম ও অনৈতিক ভাবে কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল ও পথসভা অনু্িঠত হয়। সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজপাড়া থানা সাবেক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিএন্ডবির মোড় ঘুরে পুণরায় লক্ষ্মীপুর মোড়ে এসে শেষক হেয়। সেখানেই নেতৃবৃন্দ পথসভা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী। সভায় সভাপতিত্ব করেন রাজপাড়া থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন।
উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসরা আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট ও রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা শাহানুর ইসলাম মিঠু।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক শামীম রেজা, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি হাজী শহীদ, বিএনপি নেতা লাল্টু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, বিএনপি নেতা বেলাল হোসেন, জিয়াউর রহমান, তরিকুল ইসলাম স্বপন ও নুরুল ইসলাম নুরু, মহানগর যুবদরের যুগ্ম আহ্বায়ক নাজির, পবা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও রাজাপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রাতুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতকার্মীবৃন্দ।
পথ সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি আওয়ামী লীগের দোসর ও মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের নিয়ে কমিটি করছে। এই কমিটি তারা মানেন না। সেইসাথে এই আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবী জানান তারা।